আগস্ট ২৯, ২০১৮
উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি অর্জনে ওয়ার্ল্ড ভিশনের ভূমিকা স্মরণীয়: শাহ আব্দুল সাদী
ডেস্ক রিপোর্ট: ১৯৭৯ থেকে ২০১৮। দীর্ঘ পথপরিক্রমা শেষে সাঙ্গ হলো ওয়ার্ল্ড ভিশন কর্মযজ্ঞের। টানা ২৯ বছরের এই কর্মযজ্ঞ সাতক্ষীরার মানুষকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সাহায্য করেছে। একটি সমাজকে আলোকিত করে তুলবার কাজে তারা হাত বাড়িয়ে দিয়েছিল। পথচলায় অবশেষে ক্লান্তি নেমে আসায় এখন বিরামে বিশ্রামে সাতক্ষীরা ওয়ার্লড ভিশন। তবে সংস্থাটির কার্যক্রম দেবহাটা কলারোয়া ও আশাশুনিতে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 9,015,833 total views, 362 views today |
|
|
|