নওয়াবেকী (শ্যামনগরে) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেকীতে বাড়ির উঠানে ফুটবল যাওয়ায় তা কেটে টুকরো করলেন এক স্কুল শিক্ষিকা। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় নওয়াবেকী ইউনিয়নের শ্রীফলকাটিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত শুক্রবারও শ্রীফলকাটি ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুরা ফুটবল খেলছিলো। খেলার এক পর্যায়ে দুটি ফুটবল মাঠের পাশের বাড়ির উঠানে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক ৬৪নং খাগড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজিদা খাতুন ময়না ধারালো অস্ত্র দিয়ে ফুটবল দুটি কেটে ফেলেন। এক পর্যায়ে শিশুরা বল দুটি আনতে গেলে ধারালো দা নিয়ে তাদের তাড়া করেন তিনি। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/