Site icon suprovatsatkhira.com

ঈশ্বরীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন ধ্বসে দুর্ঘটনার আশংকা

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিত্যক্ত ভবন অপসরণ না করায় দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। পরিত্যক্ত এই ভবনে শিশুরা খেলাধূলা করায় ঝুঁকি ক্রমেই বাড়ছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, ৬-৭ বছর পূর্বে স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণার পর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ভবনের দুটি রুম নিয়ে সেখানেই চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম।
এদিকে, দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য কেন্দ্রটি অব্যবহৃত হয়ে পড়ে থাকায় স্থানীয়রা ভবনের ইটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া অবসর সময়ে স্থানীয় ছেলে-মেয়েরা ঝুঁকিপূর্ণ এই ভবনে খেলা করছে। কেউ কেউ ভবনের ছাদেও উঠছে। এতে ভবনের ছাদ ধ্বসে পড়ে যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের হাট বসে। ভবনটি অপসরণ করে নতুন ভবন নির্মাণ করে সেখানে স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরুর দাবি জানান তারা। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন কমবে তেমনি স্বাস্থ্য সেবার মানও বৃদ্ধি পাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version