স.ম ওসমান গণি: নৌকার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাসুদা খানম মেধা।
রোববার (২৬ আগস্ট) দিনব্যাপী তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। এদিন বিকাল ৪টায় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নওয়াঁবেকী বাজার, পাখিমারা খেয়াঘাট, পাতাখালি বাজারের ছোট বড় ব্যবসায়ীসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে তিনি পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের বাসভবনে কুশল বিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের (মন্ত্রী থাকাকালীন) রাজনৈতিক শাখার ব্যক্তিগত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবুল কাশেম, পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
গোপালগঞ্জের কৃতি সন্তান ও শ্যামনগরের পুত্রবধূ মাসুদা খানম মেধা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়মী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।