আগস্ট ১৮, ২০১৮
ইটাগাছা-ঘোনা সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই
![]() গাজী আসাদ ও ফাহাদ হোসেন: সাতক্ষীরা পৌরসভার শহরের ইটাগাছা থেকে সদর উপজেলার ঘোনা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বেহাল দশার সৃষ্টি হয়েছে। বড় বড় গর্তে ১২ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য পড়ে সড়কটি। বৃষ্টিতে সড়কের গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে। বিশেষ করে সড়কটির সাতক্ষীরা পৌরসভার অংশ একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তিতে পড়ছে এ সড়ক দিয়ে চলাচলকারী পৌর এলাকাসহ কয়েক ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়া সাতক্ষীরা অন্যতম বিনোদন কেন্দ্র মোজাফ্ফর গার্ডেনে যেতেও ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার দর্শনার্থী। 5,701,680 total views, 516 views today |
|
|
|