Site icon suprovatsatkhira.com

ইটাগাছায় অবৈধ দখলদারদের উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ইটাগাছায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে ইটাগাছা পুলিশ ফাড়ির সামনে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় ওই সড়কের আ. রউফ, মো. মিন্টু হোসেন, আসলাম, ইব্রাহিম ও ইয়াছিনের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয় সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দীন বলেন, দুদকের পক্ষ থেকে সড়ক বিভাগের ওই জায়গা উদ্ধার করার নির্দেশ রয়েছে। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এদিকে, উচ্ছেদ হওয়া দোকান মালিকরা বলেন, প্রায় ২৬ বছর যাবত সেখানে দোকান দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ কোনো নোটিশ ছাড়াই দোকান-ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version