Site icon suprovatsatkhira.com

আশাশুনি রিপোর্টার্স ক্লাবে শোক দিবসের আলোচনা

ফিংড়ি প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) রিপোর্টার্স ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রথমে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, ক্রীড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য তপন বিশ্বাস, সত্যরঞ্জন সরকার ও জিএম আজিজুল ইসলাম।
পরে একই জায়গায় ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরে নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, সদস্য পদ প্রাপ্তির আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয়, জেলা ভিত্তিক আঞ্চলিক দৈনিক প্রিন্টিং পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি/ব্যুরো, নিজস্ব প্রতিনিধি/স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি হতে হবে। আবেদনকারীকে আশাশুনি রিপোর্টার্স ক্লাব থেকে সদস্য ফরম সংগ্রহ করে ১৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে বুধহাটা বাসস্ট্যান্ডে অবস্থিত আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের আবেদন বক্সে আবেদন পত্র জমা দিতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version