Site icon suprovatsatkhira.com

আশাশুনি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থী ও গ্রামপুলিশের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে আশাশুনি থানা কর্তৃপক্ষ। বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি থানা চত্বরে চৌকিদার প্যারেড শেষে গ্রামপুলিশদের হাতে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা তুলে দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ। এরপর তিনি আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ সানা, আওয়ামী লীগ নেতা শম্ভুজিৎ মণ্ডল, এসআই বিশ্বজিৎ অধিকারি, এসআই হাসানুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা আলমগীর হোসেনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version