Site icon suprovatsatkhira.com

আশাশুনির ডুমুরপোতায় জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের ডুমুরপোতায় মাঠের নামে অবৈধভাবে জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার ডুমুরপোতা সড়কে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি অবৈধ দখলের অপচেষ্টা ও চাষীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জামালনগর গ্রামের মুক্তিযোদ্ধা জবেদ আলী বলেন, কেয়ারগাতি মৌজায় ১নং খতিয়ানভুক্ত মোট ২.৩১ একর জমি সরকারি রাজস্ব দিয়ে বিধি মোতাবেক বাৎসরিক ইজারামূলে ১৯৯৩ সাল হতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। আমরা ডিসিআর নিয়ে ভোগদখলে থাকা পরিবারগুলো উক্ত জমিতে প্রতি বছরের মত চাষ করে ধান রোপণ করেছি। গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে খেলার মাঠ করার নামে মৃত শমসের ফকিরের ছেলে কবির ফকির এলাকার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিতে রোপণকৃত ধান গাছ বিনষ্ট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসী স্টাইলে তারা ডিসিআর মূলে ভোগদখলীয় কৃষক ও তাদের পরিবারের লোকজনের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version