আগস্ট ১, ২০১৮
আশাশুনিতে স্কুলের কাগজপত্র চাওয়ায় প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি!
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্কুলের কাগজপত্র চাওয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি। বুধবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফকরাবাদ জে বি নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আশাশুনি থানায় স্কুলের সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক অজয় কুমার ঢালী। 9,012,832 total views, 10,055 views today |
|
|
|