আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ভ্যান শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগের সদস্য সচিব, ভ্যান শ্রমিক সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু’র সভাপতিত্বে ও ছাত্রনেতা জুয়েল হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক তানজির হোসেন পলাশ, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন কালু, তরুণলীগ নেতা মোতাহার হোসেন, রবিউল ইসলাম রবি, শ্রমিক নেতা রবিউল ইনলাম নবী, মিলন হোসেন ঢালী, এবাদুল, হাসান, আলামিন, নাজমুল, আক্তারুল, হাফিজুল, আজিজুল, শহিদুল, হাফিজুল প্রমুখ। সভায় মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলনসহ শোক দিবস পালনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, আশাশুনিতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে কৃষকলীগ। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকালে উপজেলা কৃষকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কষকলীগের সহসভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শ্রীদাম চন্দ্র বাছাড়, সাংগঠনিক সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, কৃষক নেতা মধুসুধান রায়, হাসেম ঢালী, ইমরান হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় সকলের সম্মতিক্রমে মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়।
আশাশুনিতে শ্রমিকলীগের প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/