আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ আগস্ট) সকালে উপজেলা কৃষকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক স ম সেলিম রেজা সেলিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগের সেক্রেটারি মতিলাল সরকার, সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এসএম শরিফুজ্জামান শরীফ, সদস্য খায়রুল ইসলাম, জিএম বাবুল রেজা প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।