Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদক ব্যাবসায়ী ও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) ভোর ৫টায় দক্ষিণ বড়দল ইটভাটা সংলগ্ন রাস্তার উপর থেকে পাইকগাছা থানার ফতেপুর গ্রামের মৃত তোফাজ্জেল সরদারের ছেলে খলিল সরদার (৪০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে খলিলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৩(৮)১৮ নং মামলা দায়ের করে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার (৬ আগস্ট) বিকালে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি গ্রামের জব্বার সরদারের ছেলে জয়নাল সরদার (৪৫)কে সাতক্ষীরা রাজ্জাক পার্ক থেকে গ্রেফতার করেছেন আশাশুনি থানার এএসআই মাহাবুব হোসেন। জয়নাল পিরোজপুর জেলার গোমরহাটা থানায় সিআর ৩৩৮/১২ নং মামলায় এক বছরের সাজাসহ পাঁচ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version