আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদকদ্রব্য, নাশকতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ আগস্ট) রাতে বড়দল গ্রামের মৃত আফতাব উদ্দীন সানার ছেলে স্কুল শিক্ষক মাফিজুল ইসলাম সানাকে গ্রেফতার করে পুলিশ। তিনি আশাশুনি থানার ১৫(১০)১৭, ৬(০১)১৮ ও ১৮(৬)১৮ নং নাশকতা মামলার আসামি। এদিকে বৈকরঝুটি গ্রামের আনারুল সরদারের ছেলে রাকিব সরদার (ফটিক) কে ২৫ পিস্ ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ১১(৮)১৮ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া রাউতাড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে পলাশ সরদার ডুমুরিয়া থানার সিআর ২৬০/১১ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, খাজরা গ্রামের করিম সরদারের ছেলে ইউনুছ আলী বনবিভাগের সিআর ১৪৩/০৬ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, রুইয়ারবিল গ্রামের রফিকুল ইসলাম সানার ছেলে রবিউল ইসলাম মেহেদিগঞ্জ থানার সিআর ১২৭/১৮ নং মামলার ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই নয়ন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের রবিবার (১৯ আগস্ট) কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
8,412,556 total views, 709 views today