আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজ নিজ ম্যাচে দরগাহপুর ও কুল্যা ইউনিয়ন জয় পেয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় নির্ধারিত সময়ে খাজরা ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে দরগাহপুর ইউনিয়ন। একই মাঠে বিকাল সাড়ে ৩টায় দিনের দ্বিতীয় খেলায় কুল্যা ও শোভনালী ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে কুল্যা ৪-২ গোলে শোভনালী ইউনিয়নকে পরাজিত করে। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজাবে রহমত। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শামিউর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ক্রীড়া সংস্থা প্রতিনিধি স ম সেলিম রেজা সেলিম, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।
9,148,845 total views, 10,318 views today