আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট মাঠে গড়াবে আজ। টুনৃামেন্টের উদ্বোধনী খেলায় সকালে দরগাহপুর ও খাজরা এবং বিকালে শোভনালী ও কুল্যা ইউনিয়ন মুখোমুখি হবে। আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
এছাড়া শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় খেলবে শ্রীউলা ও বড়দল ইউনিয়ন একাদশ ও বিকালে আশাশুনি সদর ও আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/