Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন, শিক্ষার্থীদের গাছ কেনার ধুম

সমীর রায়, আশাশুনি: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে তিন দিনব্যাপী ফলদ বৃৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা শামিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। উপসহকারি কর্মকর্তা (প্রতাপনগর) গোবিন্দলাল কুণ্ডুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুন ব্যানার্র্র্জী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোছাদ্দেক, কৃষকলীগের সভাপতি     স ম সেলিম রেজা সেলিম, সাংবাদিক মুজিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চারা গাছকে প্রাথমিকভাবে জীব হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং শিশুর মতো এর পরিচর্যা করতে হবে। দেশে ৩০ লক্ষ শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করতে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষ রোপণ করা হয়েছে। আপনি আপনার পূর্বপুরুষকে স্মরণ করে, বংশধরদের মাঝে নিজেকে স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যত প্রজন্মকে সুস্থ-সবল রাখার জন্য গাছ লাগান।
পরে অতিথিবৃন্দ মেলার সামাজিক বনায়ন কেন্দ্র, হাবিবুল্লাহ নার্সারি, ফাহিম নাঈম নার্সারিসহ ১৭টি স্টল ঘুরে দেখেন।
এদিকে, উদ্বোধনী দিনে মেলায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে টিফিনের পয়সা দিয়ে ছোট ছোট চারা কিনে আনন্দের সাথে বাড়ি ফিরেছে।
মেলায় আগত শিক্ষার্থীরা বলে, আমরা মেলায় ফলজ গাছ দেখতে এসেছি। আম, জাম, কদবেল, পেয়ারা, লিচু, ডালিম গাছ ছাড়াও আরো অনেক গাছ দেখেছি। এর ভিতর পছন্দের গাছগুলো কিনেছি। বাড়িতে যেয়ে গাছগুলো রোপণ করবো। সময় পেলে আবারও বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে আসার কথা বলে শিক্ষার্থীরা।
এর আগে মেলা উপলক্ষ্যে প্রধান অতিথির নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version