আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে লিলিয়েন ফন্ড নেদারল্যান্ডের অর্থায়নে ও ডিআরআরএ’র সহযোগিতায় আইডিয়াল উদ্যোগে প্রতিবন্ধিতা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ৯৭নং দয়ারঘাট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিভূতি ভূষণ রায়।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক এবং স্টুডেন্ট কাউন্সিলের সদস্যবৃন্দ।
সভায় বিদ্যালয়ের অবকাঠামো প্রতিবন্ধিতা বান্ধব, কমিটিতে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি সহ প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন আইডিয়াল’র প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক দিজেন্দ্র নাথ রায়, সহকারি শিক্ষক মরিয়ম খানম, সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।