আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নাশকতা মামলায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার (১ আগস্ট) সকাল ৯টায় গোয়ালডাঙ্গা মাদ্রাসার সামনের রাস্তা থেকে কমলাপুর গ্রামের মৃত সোলায়মান সরদারের ছেলে আশাশুনি থানার ১৫(১০)১৭ এবং ১৮(৬)১৮ নং নাশকতা মামলার এজাহার নামীয় আসামি মুজিবুল হক (৫২) কে গ্রেফতার করা হয়। আশাশুনি থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান জানান, ধৃত আসামিকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
5,701,727 total views, 563 views today