আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নাশকতা ও চুরির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) রাতে বুধহাটা ইউনিয়নের মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে শ্বেতপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে কবির আহম্মেদ (৫৮), বুধহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহাগ (৩০), মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম (৩৫), কাপসন্ডা গ্রামের মৃত মোখছেদের ছেলে মিজানুর সানা (৪৫), কুল্যা গ্রামের রুহুল আমিনের ছেলে আমিরুল (৪০), শ্রীউলা গ্রামের মৃত ইমদাদের ছেলে আব্দুর রহমান (৭০), দক্ষিণ বাইনতলা গ্রামের ইসহাক মোল্যার ছেলে সালাম মোল্যা (৪৫), নওয়াপাড়া গ্রামের জালাল সরদারের ছেলে আলাউদ্দীন (৪৭) ও আশাশুনি সদরের রুস্তম সরদারের ছেলে জহুরুল ইসলামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৯ (৮)১৮ নং নাশকতা মামলা দায়ের করা হয়েছে। একই রাতে বড়দল ইউনিয়নের জেলপাতুয়া গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়ে জোসখোলা গ্রামের সিরাজুল সরদারের ছেলে তরিকুল (২৬), পাটকেলঘাটা থানার রবিন আঢ্য’র ছেলে পলাশ (৩১) ও শংকর রায়ের ছেলে সাগর (১৮)। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় চুরি ও ধর্ম অবমাননা ধারায় ২০(৮)১৮ নং মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের বৃহস্পতিবার (৩০ আগস্ট) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
8,765,339 total views, 5,899 views today