Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ৭

আশাশুনি (শোভনালী) প্রতিনিধি: আশাশুনিতে পিতা-পুত্রের মধ্যে জমিজমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোদাড়া গ্রামের মৃত তমির উদ্দীনের ছেলে আলতাফ গাজী (৬৮) ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম পক্ষে মুজিবর, মোমিন, আহসান, আসাদুল ও আমেনা এবং দ্বিতীয় পক্ষে আলামিন, আলামিন ও খুকুমনি নামে একাধিক সন্তান রয়েছে।
১৯৮০ সালে দ্বিতীয় বিয়ে করার পরের বছর আলতাফ ১.৪৫ একর জমি তার দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন। ১৯৯০ সালে আবার দ্বিতীয় স্ত্রী কাছ থেকে ঐ জমি নিজের নামে লিখে নেন। সেই থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানেরাও আলতাফকে তাড়িয়ে দিলে তিনি বিপদে পড়ে যান। গত বছর থেকে তিনি তার ভাগ্নে কালীগঞ্জ থানার চাম্পাফুল গ্রামের মৃত তাজেল খাঁর ছেলে নজরুলের বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন।

আলতাফ গাজী জানান, নিজের সম্পত্তি ফিরে পেতে আশাশুনি থানায় একটি লিখিত আবেদন করলে উভয়ের সম্মতিতে আমাকে আমার নিজ ঘরে যাওয়ার জন্য বলা হয়।
সে মোতাবেক মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে আমি, আমার ভাগ্নে নজরুলকে সাথে নিয়ে নিজ বাড়ি উঠতে গেলে আমার প্রথম পক্ষের স্ত্রী সন্তানেরা আমাকে, নজরুলকে, মটরসাইকেল চালক আছাফুরসহ আরো দু’জনকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।
এদিকে আলতাফের ছেলে মুজিবর রহমান জানান, তার পিতার সাথে আসা লোকজন তার স্ত্রী মঞ্জিলা, ভাই আহসান ও তার স্ত্রী নাজমা বোন আমেনাকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
এ ব্যাপারে এসআই মঞ্জুরুল হোসেন জানান, পিতাকে মারপিট করা হয়েছে এটা সত্য। তবে ওনার ছেলে-বৌও আহত হয়েছে। মারপিট উভয়পক্ষের মধ্যে কমবেশি হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেননি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version