আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ আগস্ট) রাতে কাপসন্ডা গ্রামের সৈয়দ আলি মোড়লের ছেলে আছাদুল ইসলামকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬(৮)১৮ নং মামলা দায়ের করে রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
9,098,539 total views, 2,678 views today