Site icon suprovatsatkhira.com

আমরা সত্যিই ডিজিটাল হয়ে গেছি

গাজী আসাদ: ‘এতো দিন গল্প শুনেছি। আজ হাত পেলাম। ডিজিটাল কার্ড। খুব ভালো লাগছে। স্মার্ট কার্ড পেতে তেমন কোন কষ্ট হয়নি। এসে খুব সহজেই পেয়েছি।’ স্মার্ট কার্ড হাতে পেয়ে এভাবেই অনুভ‚তি ব্যক্ত করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া গ্রামের বাসিন্দা মাহামুদা বেগম।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। বিতরণ কেন্দ্রে নারী-পুরুষ আলাদা করে কয়েকটি বুথে কার্ড বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় প্রথমে পুরাতন জাতীয় পরিচয়পত্র বা ভোটার স্লিপ দেখিয়ে একটি টোকেন নেওয়া লাগছে। তারপর সেটা দিয়ে আলাদা বুথে যেয়ে আঙুলের ও চোখের স্ক্যান করে আরেকটি বুথে যেয়ে পুরাতন জাতীয় পরিচয়পত্র বা টোকেন দিয়েই মিলছে কাঙ্খিত স্মার্ট কার্ড।
স্মার্ট কার্ড নিতে আসা কাটিয়া ঢালীপাড়ার বাসিন্দা মাসুদ পারভেজ বলেন, “আগে ভাবতাম গল্প। মনে করতাম সব সুযোগ-সুবিধা রাজধানীর মানুষের জন্য। স্মার্ট কার্ড হাতে পেয়ে এখন খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমরা সত্যি ডিজিটাল হয়ে গেছি। আর এটা পেতে আহামরি কোন ঝামেলা হচ্ছে না। খুব সহজেই পাওয়া যাচ্ছে।”
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ জানান, সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার তিন লাখ ৪৪ হাজার নাগরিকের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আঙুলের ছাপ ও আইরিশ ইমেজ নিয়ে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। একজনের কার্ড অন্য কেউ নিতে পারবে না। স্মার্টকার্ড নেওয়ার জন্য বর্তমান জাতীয় পরিচয়পত্র বা ভোটার স্লিপ জমা দিতে হবে।
তিনি আরো জানান, বিতরণ কেন্দ্রের শৃঙ্খলা ঠিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও আনসার নিয়োজিত রয়েছে। কোন রকম ঝামেলা ছাড়াই ভোটারা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মাট কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ৯ আগস্ট সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়ার ১৮৮৫টি, ১১ আগস্ট উত্তর কাটিয়ার ২৮৩১টি, ১২ আগস্ট মধ্য কাটিয়ার ৩৯৭৩টি কার্ড বিতরণ করা হবে।
১৩ আগস্ট সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়ার ৩৩৮৪টি এবং ১৪ আগস্ট মুনজিতপুরের ৩৬২৮টি কার্ড বিতরণ করা হবে।
১৬ আগস্ট পল্লীমঙ্গল স্কুল কেন্দ্রে ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া ও ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়ার (মহিলা) ৪১৫৫টি, ১৮ আগস্ট ২নং ওয়ার্ডের রাজার বাগান ও ৩নং ওয়ার্ডের ঘুড্ডের ডাংগীর ৩৫৩৫টি, ১৯ আগস্ট ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া ও পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়ার (পুরুষ) ৩৮৮১টি এবং ২০ আগস্ট পুরাতন সাতক্ষীরা মাদ্রাসা পাড়া ও বদ্দীপুরের ৩৪৭৭টি কার্ড বিতরণ করা হবে।
২৬ আগস্ট পিএন স্কুল কেন্দ্রে ৪নং ওয়ার্ডের প্রাণসায়ের ও সুলতানপুরের (মহিলা) ৩৯১৪টি এবং ২৭ আগস্ট সুলতানপুর (পুরুষ) ও বাগান বাড়ির ৪০৯০টি কার্ড বিতরণ করা হবে।
২৮ আগস্ট পিএন স্কুল কেন্দ্রে ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা ও পারকুখরালীর ৪২১৫টি এবং ২৯ আগস্ট বাটকেখালী ও মিয়াসাহেবের ডাংগীর ২৭৫৫টি কার্ড বিতরণ করা হবে।
৩০ আগস্ট ইটাগাছা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬নং ওয়ার্ডের কুখরালী, বাঁশতলা, ওয়াপদা কলোনী, টিপিসকাটি, পূর্ব ইটাগাছারর ৪১৩০টি এবং ১ সেপ্টেম্বর বাঁকাল ও বাজুয়া ডাংগার ৪৪৩৪টি কার্ড বিতরণ করা হবে।
৩ সেপ্টেম্বর ইটাগাছা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭নং ওয়ার্ডের পশ্চিম ইটাগাছার ৪০২১টি এবং ৪ সেপ্টেম্বর খড়িরবিল, বাগবাটি, রইচপুর, টাবরাডাংগী ও দৌলতপুরের ৩৮৫৩টি কার্ড বিতরণ করা হবে।
৫ সেপ্টেম্বর পলাশপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮নং ওয়ার্ডের কামালনগরের ৪৭২৪টি এবং ৬ সেপ্টেম্বর দক্ষিণ পলাশপোল ও রাধানগরের ৪৫৫০টি কার্ড বিতরণ করা হবে।
৮ সেপ্টেম্বর রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল ও উত্তর পলাশপোলের ৩৯৯১টি কার্ড বিতরণ করা হবে।
৯ সেপ্টেম্বর মধুমল্লার ডাংগী (মহিলা) ও রসুলপুরের (মহিলা) ৪০৯২টি এবং ১০ সেপ্টেম্বর মধুমল্লার ডাংগী (পুরুষ) ও রসুলপুরের (পুরুষ) ৩৯৬৩টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version