Site icon suprovatsatkhira.com

আন্তঃজেলা পুলিশ ফুটবল ম্যাচে বিবাহিত দলের জয়

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের আন্তঃজেলা পুলিশ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২-১ গোলে জয়লাভ করেছে বিবাহিত দল। শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে পুলিশ লাইন্স মাঠে বিবাহিত পুলিশ সদস্য ও অবিবাহিত পুলিশ সদস্যদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী মোছা. আকিদা রহমান নিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন, পুনাক সহ-সভানেত্রী খাতুনে জান্নাত কাফসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে বিবাহিত দলের পক্ষে প্রথম গোল দেন ১৩নং জার্সিধারী খেলোয়াড় মো. রেজাউল ইসলাম। তারপর অবিবাহিত দলের পক্ষে প্রথম গোল দেন ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুল্লাহ। পরবর্তীতে বিবাহিত দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় পুলিশ লাইনের নেইমার খ্যাত মোল্লা মিরাজ আরো একটি গোল দিলে ২-১ গোলে এগিয়ে যায় এবং জয় নিশ্চিত করে বিবাহিত দল।
প্রসঙ্গত, বিবাহিত দলের অধিনায়ক ছিলেন আরও ওয়ান ইমরান আহম্মেদ এবং অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন এসআই তাসলিম আহম্মেদ। বিবাহিত দলের গোলরক্ষক ছিলেন মো. নজরুল ইসলাম এবং অবিবাহিত দলের গোলরক্ষক ছিলেন মো. শফিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করতে আমাদের এ আয়োজন, আর শক্তি যোগাতে সুস্থ শরীর এবং সুস্থ মস্তিষ্ক প্রয়োজন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version