শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে এমপি জগলুল হায়দারের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৬ আগস্ট) রাতে তিনি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের শতাধিক পরিবারের তিন শতাধিক সদস্যদের জন্য চাল, ডাল, মুরগী, বিতরণ করেন। এ সময় উপস্থিত নারী-পুরুষদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য আশ্বস্ত করেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং শেখ হাসিনার জন্য দোয়া চান। এসময় সংসদ সদস্য সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।