নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে এ সভা হয়। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডি এম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মÐলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরজামাল, সহ-সভাপতি মো. মিলন প্রমুখ। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
6,854,134 total views, 1,939 views today