নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় ওয়াশ বিষয়ক কর্ম পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন ওয়াটসান কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. সালাম, মো. সাইফুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এসময় ওয়াশ বিষয়ক কর্ম পরিকল্পনায় পানি, পায়খানাসহ মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দায়িত্ববান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। সভা সঞ্চালনা করেন সুশীলনের নবযাত্রা প্রকল্পের (এসএও) ঠাকুর পদ ঢালী ।