জুলাই ৫, ২০১৮
সম্ভাবনা থাকা সত্ত্বেও কপিলমুনিতে গড়ে ওঠেনি শিল্প কারখানা, বাড়ছে বেকারত্ব!
জিএম মোস্তাক আহমেদ, কপিলমুনি: পর্যাপ্ত জনশক্তি, শিল্প সম্ভাবনাময় ভৌগলিক অবস্থান ও উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও দক্ষিণ খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছার কপিলমুনিতে শিল্পের প্রসার ঘটেনি। এজন্য বছরে চার-পাঁচ মাস কর্মহীন জীবনযাপন করতে হয় এই জনপদের লক্ষাধিক মানুষকে। এক সময় বছরে দুই-তিনটি ফসল উৎপাদন করে প্রান্তিক চাষীরা জীবন কাটাতো। কিন্তু চিংড়ি চাষের মাধ্যমে জমিতে লোনা পানির ব্যবহার বেড়েছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। ফলে ঐ সমস্ত কৃষক বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। তাই এখন জীবন ধারণের জন্য শহরমুখী হচ্ছে মানুষ। অথচ এখানে চিংড়ি সহায়ক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার মত পরিবেশ থাকলেও তা গড়ে উঠেনি। 8,610,994 total views, 2,651 views today |
|
|
|