জুলাই ২৯, ২০১৮
পরিচ্ছন্ন ও উন্নত সাতক্ষীরা রেখে যেতে চাই
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। পদ্মা পাড়ের মানুষ তিনি। ঢাকার জুরাইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও ১৯৯১ সালে তেজগাঁও সরকারি স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ হন। ১৯৯৩ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৮ সালে অনার্স এবং ১৯৯৯ মাস্টার্স করেন। পরে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স করেছেন। ২০০১ সালে কুমিল্লা কালেক্টরেটে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবনে প্রবেশ করে ফেনী সদরের এসিল্যান্ড, প্রথম শ্রেণির ম্যাজিস্টেট হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়, ইউএনও হিসেবে গাইবান্ধা সদরে, পরে সিনিয়র সহকারি সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা কালেক্টরেট অতিরিক্ত জেলা প্রশাসক এবং সর্বশেষ উপসচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত ৬ মার্চ সাতক্ষীরায় যোগদান করেছেন জেলা প্রশাসক হিসেবে। ‘সমকালীন উন্নয়ন ভাবনা: প্রেক্ষাপট সাতক্ষীরা’ নিয়ে সুপ্রভাত সাতক্ষীরার সাথে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন গাজী আসাদ, আরিফুল ইসলাম রোহিত ও এসএম নাহিদ হাসান সুপ্রভাত সাতক্ষীরা: কেমন আছেন? 8,557,413 total views, 8,019 views today |
|
|
|