জুলাই ৫, ২০১৮
নানাগুণে সমৃদ্ধ জবা ফুল
আরিফুল ইসলাম রোহিত: ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। সুখ অনুভব হয়। কিছু ফুল আছে ভক্ষণযোগ্য ও স্বাস্থ্যের জন্য উপকারী। ধর্মীয় কাজেও ব্যবহৃত হয় কিছু কিছু ফুল। এমনই একটি ফুল জবা। রোগের প্রতিষেধক হিসেবে রয়েছে এর চমৎকার গুণ। চুলের যতেœও ব্যবহার করা হয় জবা ফুল। জবা ফুল গোলাপী, সাদা, লাল, হলুদসহ নানা বর্ণের হলেও বেশিরভাগ ক্ষেত্রে লাল জবা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। স্বাস্থ্য এবং সৌন্দর্য ভালো রাখতে জবা ফুলের গুনাগুণ অতুলনীয়। এদিক থেকে জবা শুধু একটি ফুলই নয়, ওষুধও বটে। জবা ফুল ব্যবহৃত হয় হিন্দু ধর্মাবলম্বীদের পূজায়ও। 8,569,401 total views, 8,106 views today |
|
|
|