জুলাই ২৯, ২০১৮
কোন্দল থাকলেও আন্দোলন-সংগ্রামে আ’লীগের সবাই একাকার হয়ে যায়
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। ১৯৬৬ সালের ৬ দফা অন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হন। ছিলেন সাতক্ষীরা কলেজ ছাত্রলীগের কমান রুম সম্পাদক। অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৭২ সালে পারুলিয়া ইউনিয়ন রিলিফ কমিটির চেয়ারম্যান মনোনীত হন। ১৯৭৩ সাল থেকে পরপর চার মেয়াদে পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদ করায় তার ওপর অমানুষিক নির্যাতন চালায় সামরিক জিয়া সরকার। ১৯৮০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৮৬ সালে ও ১৯৯১ সালে দেবহাটা-কালিগঞ্জ (তৎকালীন) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০১৫ সালে সরাসরি সম্মেলনের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি ২০১১ সালের ২০ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত পালন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও। ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ’ নিয়ে কথা বলেছেন সুপ্রভাত সাতক্ষীরার সাথে। সাক্ষাৎকার নিয়েছেন এসএম নাহিদ হাসান, নুরুল হুদা ও আরিফুল ইসলাম রোহিত- সুপ্রভাত সাতক্ষীরা: কেমন আছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জন্ম, পূর্ব পুরুষদের আদি বসতি, পরিবার-পরিজন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার শিক্ষা জীবন- সুপ্রভাত সাতক্ষীরা: পেশাগত জীবনে কী করতেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি একজন বীর মুক্তিযোদ্ধা- সেই সময়কার কিছু কথা বলতেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার রাজনীতিতে হাতে খড়ি কিভাবে? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখনকার রাজনীতি কেমন ছিলো- আর এখন কেমন মনে হয়? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন- আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: বর্তমানে আপনি জেলা আওয়ামী লীগের সভাপতি। এই পদে থেকে রাজনীতি কেমন উপভোগ করছেন? সুপ্রভাত সাতক্ষীরা: অবসরে কোন স্মৃতিটি আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? সুপ্রভাত সাতক্ষীরা: জাতির জনকের হত্যার পর আওয়ামী লীগের রাজনীতি ঝিমিয়ে পড়ে- পরে শেখ হাসিনা আওয়ামী লীগকে উজ্জীবিত করে, এ বিষয়ে কিছু বলেন- সুপ্রভাত সাতক্ষীরা: ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার পরবর্তী সাতক্ষীরায় যে সহিংসতা ঘটেছিল- আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে কতটা সক্ষম হয়েছিলো? সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: দীর্ঘ নয় বছর আওয়ামী লীগ ক্ষমতায়, দলের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে দলকে কতটুকু শক্তিশালী করতে পেরেছেন? সুপ্রভাত সাতক্ষীরা: নানা কারণে বিভিন্ন সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে এসেছে। শুধু জেলা পর্যায়ে নয় এই কোন্দল উপজেলায়, এমনকি তৃণমূলে ছড়িয়ে পড়েছে। আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কী না? সুপ্রভাত সাতক্ষীরা: এই কোন্দল দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রভাব ফেলছে কী না? সুপ্রভাত সাতক্ষীরা: জেলা থেকে তৃণমূল পর্যন্ত এই কোন্দল নিরসনে দলীয়ভাবে কী ধরেণের উদ্যোগ নেওয়া হয়েছে- সুপ্রভাত সাতক্ষীরা: এই কোন্দল নিরসন আদৌ সম্ভব- সুপ্রভাত সাতক্ষীরা: সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে- দলের হাইকমান্ড থেকে কোন্দল নিরসনে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে- সুপ্রভাত সাতক্ষীরা: একাদশ সংসদ নির্বাচন নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কী ভাবছে? সুপ্রভাত সাতক্ষীরা: আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মধ্যে জামায়াত-শিবির অনুপ্রবেশ করছে- এমন অভিযোগ প্রায় শোনা যায়- এই সমস্যা সমাধানে কী ধরণের পদক্ষেপ নিয়েছেন? সুপ্রভাত সাতক্ষীরা: ত্যাগী নেতা-কর্মীদের বিভিন্ন কমিটিতে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে? সুপ্রভাত সাতক্ষীরা: দলীয় সদস্য নবায়ন চলছিল, এখন কী অবস্থা? সুপ্রভাত সাতক্ষীরা: দলের সভাপতি হিসেবে সাতক্ষীরায় আওয়ামী লীগের রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করবেন? সুপ্রভাত সাতক্ষীরা: নতুন ও বর্তমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী ধরণের পরামর্শ দেবেন? সুপ্রভাত সাতক্ষীরা: বিভিন্ন উপজেলায় নেতাদের সাথে কর্মীদের দূরত্ব দেখা যায়। এসব দূরত্ব কমানোর জন্য কোন পদক্ষেপ নেওয়া হয় কী না? সুপ্রভাত সাতক্ষীরা: আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার- তো সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে জেলা আওয়ামী লীগ কী ধরণের ভ‚মিকা রাখছে- সুপ্রভাত সাতক্ষীরা: একাদশ সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছেন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি এমপি হলে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার প্রিয় ব্যক্তিত্ব- সুপ্রভাত সাতক্ষীরা: আপনাকে অনেক ধন্যবাদ। 8,765,697 total views, 6,257 views today |
|
|
|