জুলাই ৩, ২০১৮
দুর্নীতি প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: দুদক কমিশনার গণশুনানিতে প্রশ্নবানে জর্জরিত সরকারি কর্মকর্তারা ![]() সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নতমানের এক্স-রে মেশিন রয়েছে। ওই এক্স-রে মেশিনের সেবা নিতে ফি দিতে হয় ৩০০ টাকা। কিন্তু সদর হাসপাতালে গেলে সেখানে কর্মরতরা ডক্টরস ল্যাবের একটি স্লিপ ধরিয়ে দেন। সদর হাসপাতালে যে এক্স-রে করতে ৩০০ টাকা লাগে, সেখানে ডক্টরস ল্যাবে ঐ পরীক্ষা করতে ১২০০ টাকা খরচ হয়। তাহলে একজন ভ্যান চালক, রিকসা চালক কিভাবে ১২০০ টাকা দিয়ে পরীক্ষা করাবে? |
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-১৮২৩২৩
বিজ্ঞাপন: 01705146774 সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|