Site icon suprovatsatkhira.com

শ্যামনগর মর্ডান স্কুলে বিতর্ক প্রতিযোগিতা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর মর্ডান স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস এম আফজালুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সুশান্ত কুমার বাবুলাল, সমাজ সেবক শেখ বাবলুর রহমান, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল্যাহ সিদ্দিক, শিরিনা আক্তার রিক্তা প্রমুখ। পরে অতিথিবৃন্দ মোবাইল ফোন ব্যবহারে উপকার ও ক্ষতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান একই সাথে ২০১৭ সালে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত নয়জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মদাস কুমার মন্ডল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version