শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের মাদক সম্রাট ও মোটরসাইকেল চুরি মামলার আসামি রেজাউলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা মিরপুর ১০নং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মাজেদ মাঝির ছেলে। সে বাদঘাটা গ্রামের আব্দুল্লাহ আল বাকি অপহরণ মামলার প্রধান আসামি।
থানা সূত্রে জানা যায়, শ্যামনগরের মাদক স¤্রাট রেজাউলের নামে অপহারণ, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রেজাউলকে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ মিরপুর ১০নং এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিন মাস আগে শ্যামনগর থানা থেকে মটর সাইকেল চুরির মামলার প্রধান আসামি রেজাউল দীর্ঘদিন পলাতক ছিলো।
এদিকে, শুক্রবার (২৭ জুলাই) সকাল ১০টায় শ্যামনগর থানা পুলিশের একটি দল রেজাউলের ছোট ভাই সাইদুলকে গ্রেফতার করেছে। এসময় সাইদুলের বাড়ি থেকে একটি চোরাইকৃত মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন রেজাউল ও তার ভাই সাইদুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল ও তার ভাইয়ের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শ্যামনগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/