Site icon suprovatsatkhira.com

শিশু নাঈম হাসানকে বাঁচাতে সাহায্যের আবেদন

ডেস্ক রিপোর্ট: মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়ে একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে শিশু নাঈম হাসান (৭) বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছে না বাবা ভ্যান চালক বাহারুল ইসলাম। এমতাবস্থায়, তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
গত শনিবার (২৮ জুলাই) বিকালে সদর উপজেলার ধুলিহর গ্রামের শিশু নাঈম তার বাড়ির পাশের একটি নারিকেল ভাঙানো মিলে গিয়ে নারকেলের খৈল খাওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত তার বাম হাত নারকেল ভাঙানো মেশিনে জড়িয়ে যায়। এ সময় তার বাম হাত কেটে পড়ে যায়। একই সাথে তার ডান পায়ের বুড়ি আঙ্গুল, বাম পায়ের গোড়ালীসহ শরীরের বিভিন্ন অংশের মাংস কেটে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা শহরের ফারহান ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
তার বাবার পক্ষে ছেলের চিকিৎসা খরচ চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই শিশু নাঈমকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। শিশু নাঈম হাসানকে সাহায্য পাঠানোর জন্য ০১৭২৭-৮৪৬১৫২ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version