স্টাফ রিপোর্টার: ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে তিন দিনব্যাপী মৎস্য মেলা শুরু হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) দুপুর ১২টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বরাবরই সাতক্ষীরা মাছের ক্ষেত্রে সেরা। মাছ চাষে এই জেলার অপার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরাতে এলে মাছে-ভাতে বাঙালির আসল পরিচয় পাওয়া যায়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম সরদার, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা (খামার বাড়ি) মো. লুৎফর রহমান, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, মাছের খাবার ব্যবসায়ী প্রকাশ নাথ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মৎস্যজীবী মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।
পরে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এদিকে, মেলায় ১১টি স্টলে বোয়াল মাছ, দাঁতনে মাছ, কালা রুপচাদা, সাগরের চান্দা, কাউ মাছ, কৈভোল মাছ, ইলিশ মাছ, কেকসেল মাছ, আমাদী মাছ, তপশ্যে মাছ, রেখা মাছ, পায়রা মাছ, ফলুই মাছ, মায়া মাছ, চন্দনা ইলিশ, পাশ্যে মাছ, আড় মাছ, জাভা ভেটকি মাছ, সুরমা মাছ, গোলপাতা মাছ, হরিনা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, চালি চিংড়ি, গুলে মাছ, শিং মাছ, শোল মাছ, চ্যাং মাছ, ব্যাতলা মাছ, ভোলা মাছ, পোয়া মাছ, গ্লাসকাপ মাছ, ভাঙান মাছ, দেশী পুটি মাছ, পাবদা মাছ, ক্যান মাছ, জাপানী পুটি, খরকুল্লা মাছ, টেংরা মাছ, তেরি মাছ, বেলি মাছ, রুই মাছ, কাকড়া, কুচিয়া, মৃগেল মাছসহ ৭০-৮০ প্রকার মাছ বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, ২০ জুলাই শুরু হওয়া এই মেলা চলবে ২২ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় আগত দর্শনার্থীরা স্টল থেকে মাছ ক্রয় করতে পারবেন।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিনব্যাপী মৎস্য মেলা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/