Site icon suprovatsatkhira.com

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় দু’দল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) রাতে চৌগাছা-যশোর সড়কের চান্দা আফরা এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, শহীদ হোসেন মলি¬ক (৪৭) ও অজ্ঞত ব্যক্তি (৪০)।
নিহত শহীদ হোসেন মলি¬ক বেনাপোলের কাগমারী গ্রামের শওকত হোসেনের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শামিম উদ্দিন জানান, ফুলসরার চান্দা আফরা মোড়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদের নামে বেনাপোল পোর্ট থানায় মাদকসহ ২১টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে, নিহতের ভাই মনির হোসেন মলি¬ক অভিযোগ করে জানান, মঙ্গলবার বিকেলে শার্শা সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে পুলিশ পরিচয়ে আমার ভাইকে তুলে নিয়ে যায়। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version