জুলাই ১৯, ২০১৮
মৎস্য সপ্তাহের আলোচনায় জেলা প্রশাসক ইফতেখার হোসেন সুনাগরিক হিসেবে পুশ ও ফরমালিন দেওয়া থেকে বিরত থাকুন
গাজী আসাদ: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, এখন আবার আগের পরিবেশ ফিরে এসেছে। মানুষ আবার খালে-বিলে মাছ ধরতে যায়। পুকুর-নদী-নালাতে মাছ আছে। এসব মৎস্য বিভাগের সুন্দর কাজের জন্য। সাতক্ষীরাতে প্রচুর মাছ উৎপাদন হয়। সারা দেশে সাতক্ষীরার মাছের সুনাম আছে। এটা আমাদের বড় অর্জন। এই অর্জন ধরে রাখতে হবে। এই প্রাচুর্য ধরে রাখতে সকলকে এক সাথে কাজ করতে হবে। 8,414,573 total views, 2,726 views today |
|
|
|