ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের মৌতলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবযাত্রা প্রকল্পের অর্থায়নে এবং সুশীলনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কম্পোনেন্টের ফিল্ড ফ্যাসিলিটেটর শারমিন সুলতানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন, ডব্লিউএফপি কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা ডিআরআর কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা ট্রেনিং এক্সপার্ট জহিরুল ইসলাম, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, কাজী হাফিজউদ্দীন বাবু, মশিউর রহমান পলাশ, মির্জা ছাদেক আলী, খলিলুর রহমান, রবিউল ইসলাম, মাহফুজা খাতুন খুকু, রাজিয়া সুলতানা, হামিদা খাতুন প্রমুখ।
8,823,345 total views, 7,691 views today