Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাস উল্টে ১২ যাত্রী আহত হয়েছে। রোববার (২২ জুলাই) সকাল ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের আটমাইলের জামতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চার জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া স্থানীয়দের সহযোগিতায় আহত অন্য আটজন বিভিন্ন মাধ্যমে মণিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, ‘কোটচাঁদপুরের আব্দুর রউফের স্ত্রী সিমলা বেগম (৪০), একই এলাকার মতিয়ার রহমানের স্ত্রী জামিলা বেগম (৬৫), ডুমুরিয়ার আরশনগর এলাকার রহমত আলীর স্ত্রী শাহানারা খাতুন (২৮), যশোর সিটি কলেজ পাড়া এলাকার নির্মল অধিকারীর মেয়ে শান্তনা অধিকারী (৩৫), মণিরামপুর উপজেলার জামলা গ্রামের গোপাল হাজরার ছেলে উত্তম হাজরা (৪৮), শ্যামকুড় গ্রামের মোন্তাজ আলী মোড়লের ছেলে রেজাউল ইসলাম (৫০), একই গ্রামের জমসের আলীর ছেলে ফজলুর রহমান (৪৫), মুজগুন্নী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মাহবুবুর রহমান (২৩), ঘুঘুরাইল গ্রামের এরশাদ আলীর ছেলে এরফান আলী (৫০), এরফান আলীর মেয়ে মিমি খাতুন (৪০), মণিরামপুর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে শ্যামলা বেগম (৪৫) ও জামেলা বেগম (৪৫)।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আজমল হোসেন বলেন, সকালে যশোরগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-১৭৭০) মণিরামপুরের আটমাইল জামতলায় পৌঁছুলে বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পাট ক্ষেতে উল্টে পড়ে। খবর পেয়ে আমরা সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে বাসের চার যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে আসি। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন চিকিৎসক রেহেনেওয়াজের বরাত দিয়ে বলেন, আহতরা সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version