জুলাই ২৫, ২০১৮
মণিরামপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্যে মর্যাদায় পালনের লক্ষ্যে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এম.এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা বশির আহম্মেদ খান, প্রবীর কুন্ডু, সন্দীপ ঘোষ, কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান প্রমুখ। 8,414,510 total views, 2,663 views today |
|
|
|