Site icon suprovatsatkhira.com

বিদ্যুৎ অপচয় রোধে ঈশ্বরীপুর ইউপি ২য়

ঈশ্বরীপুর প্রতিনিধি: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানী এবং সৌর বিদ্যুৎ খাতে অবদান রাখায় উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
বুধবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জিএম শোকর আলীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জি এম শোকর আলী বলেন, এ সম্মান শুধু মাত্র ইউনিয়ন পরিষদ বা আমার ব্যক্তিগত নয়, এই সম্মান ঈশ্বরীপুর ইউনিয়নবাসীর। তাদের সচেতনতা ও কর্মদক্ষতার মাধ্যমে এই সম্মান অর্জিত হয়েছে। প্রতিটি নাগরিক যদি এমনিভাবে সচেতন হয় তবে আমাদের দেশ দ্রুত উন্নত দেশের মর্যদা লাভ করবে এবং আমরা জাতির পিতার স্বপ্ন পূরণ করতে সক্ষম হব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version