সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: আমদানি-রপ্তানি কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে চেক পোস্ট তুলে নিয়েছে বিজিবি। এতে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ভোমরা বন্দরে। মঙ্গলবার দুপুরের পর বিজিবি কর্তৃপক্ষ বন্দর এলাকা থেকে চেকপোস্ট প্রত্যাহার করে নিলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিজিবি সবসময় অনাকাঙ্খিত হস্তক্ষেপ করে। এ ঘটনায় প্রথমে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী সংগঠনগুলো ধর্মঘট আহবান করে। মঙ্গলবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও ধর্মঘট আহবান করা হয়। বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ আটটি ব্যবসায়ী ও কর্মচারী সংগঠন এর সাথে একাত্মতা প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, মালামাল আমদানি-রপ্তানিতে বিজিবি’র হস্তক্ষেপের প্রতিবাদে ব্যবসায়ীরা বিভিন্ন সময় ক্ষোভ জানিয়ে আসলেও হস্তক্ষেপ বন্ধ হয়নি, বরং বেড়েছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট আহবান করা হয়।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, কাস্টমস অ্যাক্টের ৯ ধারা মোতাবেক বন্দর এলাকার মধ্যে আমদানি-রপ্তানিকৃত পণ্যে কাস্টমস ছাড়া অন্য কোন সংস্থা হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু ২০১৫ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি বন্দর এলাকার চারটি স্থানে বিজিবি অযাচিত হস্তক্ষেপ করে আসছে। এর ফলে ব্যবসায়ীদের সময় নষ্ট, বন্দরে গাড়ি কম প্রবেশ করাসহ নানা সমস্যার কারণে সরকারের রাজস্ব কমে যায়। সকাল থেকে বিজিবি চেকপোস্ট প্রত্যাহারের দাবিতে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুরের পর বিজিবি কর্তপক্ষ বন্দর এলাকা থেকে চেকপোস্ট প্রত্যাহার করে নিলে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে হোসেন জানান, ব্যবসায়ীদের স্বার্থে কাস্টমস এলাকা থেকে চেকপোস্ট সরিয়ে নেয়া হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ভোমরা স্থল বন্দরের কাস্টমস সুপার লস্কর বখতিয়ার রহমান বলেন, ধর্মঘটের কারণে ছয় ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে, তা পুনরায় শুরু হয়েছে।
বিজিবির হস্তক্ষেপের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, চেকপোস্ট প্রত্যাহারে সচল ভোমরা বন্দর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/