সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: পাটকেলঘাটা থানার সেনেরগাঁতি গ্রামে বসত বাড়ি ভেঙে প্রতিবেশির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই গ্রামের বিশ্বজিত সরদার এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বিশ্বজিত জানান, সেনেরগাঁতি মৌজায় ৫৫ শতক জমির মধ্যে সাড়ে ৯ শতক তার পৈতৃক জমি। ওই জমির মধ্যে পাঁচ শতকের ওপর বিশ্বজিত দীর্ঘদিন বসবাস করে আসছেন। অবশিষ্ট প্রাপ্য জমি প্রতিবেশী তপন, ইন্দ্রজিত ও রাধাপদ বুঝিয়ে দেয় না। এরপর তারা ধানদিয়া ইউপি সদস্য গোলাম মোস্তফাকে ম্যানেজ করে বৃহস্পতিবার সকালে তার বসতঘর ভেঙে রাস্তা তৈরির চেষ্টা করে। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে। এর তোয়াক্কা না করেই তারা এই জমি দখলের চেষ্টায় রয়েছে। দখল না দিলে তারা তাকে খুন জখম করবে বলেও হুমকি দিচ্ছে। তিনি এর প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।