Site icon suprovatsatkhira.com

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি রবি

সরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের জনশক্তিতে রূপান্তরে কাজ করছে
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রদান করেছে সমাজসেবা অধিদফতর। মঙ্গলবার (৩ জুলাই) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগারের সভাপতিত্বে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, শেখ মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামান।
অনুষ্ঠানে এমপি রবি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়। জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের জনশক্তিতে রূপান্তরে কাজ করছে।
অনুষ্ঠানে স্কুলের ৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সমাজসেবা অধিদফতর প্রদত্ত ৬৬ হাজার টাকা বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version