Site icon suprovatsatkhira.com

পারুলিয়া ঋষিপাড়ায় পানিবন্দি মানুষ!

ফরহাদ হোসেন সবুজ, পারুলিয়া (দেবহাটা): দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঋষিপল্লীতে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই বসতবাড়ির আঙিনাসহ রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় ঋষিপল্লীতে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঋষিপল্লীর ৬৫টি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঋষিপাড়ায় ৬৫টি পরিবার বসবাস করে। পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দি হয়ে এখানকার মানুষ। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। স্কুলে যাওয়ার সময় জমে থাকা পানিতে তাদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়ে যায়। এছাড়া জলাবদ্ধতায় বিভিন্ন পানিবাহিত রোহ ছড়িয়ে পড়ছে এলাকায়।
পারুলিয়া ঋষিপল্লীর বাসিন্দা সন্যাসি দাস বলেন, আমাদের এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়। ছেলে-মেয়ে নিয়ে বর্ষার সময় এখানে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়ে। মেম্বর ও চেয়ারম্যানকে আট বছর ধরে বলছি। কিন্তু তারা বিষয়টি দেখেও দেখেন না।
ঋষিপল্লীর অপর বাসিন্দা জগদাস বলেন, বর্ষা মৌসুম আসলে আমাদের দুঃখের শেষ থাকে না। বর্ষা শেষ হলেও পানি জমে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকায় শিশুরা ঘাঁ, পাচড়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া প্রচুর মশা জন্ম নেয়। সন্ধ্যার পরে কোথাও বসা যায় না। জানি না আর কত দিন এভাবে পানিবন্দি জীবনযাপন করতে হবে? এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সরাফি বলেন, বিষয়টি আমি জানি। ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পাকা ড্রেন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version