Site icon suprovatsatkhira.com

পারুলিয়ায় অপদ্রব্য পুশ করায় ২ মৎস্য ব্যবসায়ীর জরিমানা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় অপদ্রব্য পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় মৎস্য পণ্য ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করেন।
এসময় একরামুল ফিসের পরিচালক শরিফুল ইসলাম ও ইউনুছ আলীকে ১০ হাজার টাকা এবং সোনালী ফিসের পরিচালক রবিউল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, পারুলিয়ার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাছে অপদ্রব্য পুশ করে আসছে। এতে একদিকে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, অপর দিকে মৎস্য শিল্পে দেশের মান নষ্ট হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version