Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা ডাকবাংলো সড়কের বেহাল দশা

নাজমুল হক, পাটকেলঘাটা: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পাটকেলঘাটার পাঁচরাস্তা মোড়-ডাকবাংলো সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ, ইট-বালু উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়ছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটা শহরের পাঁচরাস্তার মোড় হতে সিদ্দিকিয়া মাদ্রাসা পর্যন্ত ডাকবাংলো সড়কটির খানাখন্দে পানি জমে আছে। এ সড়কে ভারী যানবাহন চলাচল করলেও প্রয়োজনীয় সংস্কারটুকুও করা হয় না। পাটকেলঘাটা বাজারের সবচেয়ে প্রাচীন সিদ্দিকিয়া মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। এ সড়কে ক্লিনিকে এমারজেন্সি রোগী বহনের ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে এক মানবিক দৃশ্য। এছাড়া গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও কয়েকটি ক্ষুদ্র সমিতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় অবস্থিত। কিন্তু সড়কটি খানাখন্দে পরিণত হওয়ায় এসব অফিসে যেতে সাধারণ মানুষ অনীহা প্রকাশ করে।
পাটকেলঘাটার ফার্নিচার ব্যবসায়ী আব্দুর ওয়াদুদ জানান, দীর্ঘদিন ধরে এ গুরত্বপূর্ণ সড়কটি জরাজীর্ণ হয়ে পড়লেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোন মাথা ব্যথা নেই। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা পড়ছে চরম বিড়ম্বনায়। এছাড়া এই রাস্তায় থাকা ব্যবসায়ীরাও পড়েছে বিপত্তিতে।
এবাপারে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির আহবায়ক মতিয়ার রহমান জানান, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version