Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় গর্ভবতী গাভীর মাংস বিক্রির দায়ে কসাইয়ের জরিমানা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গর্ভবতী গাভী জবাই দিয়ে করে মাংস বিক্রির অপরাধে এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আউয়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।
স্যানিটারি ইন্সপেক্টর উদয় ম-ল জানান, বুধবার সকালে পৌরসভার মাংস বাজারে ইসমাইল হোসেন নামে এক কসাই পেটে বাচ্চা থাকাবস্থায় এক গাভী জবাই করে মাংস বিক্রিকালে পার্শ্ববর্তী কসাইদারদের নজরে আসলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই গরুর মাংস কেরোসিন ঢেলে পুড়িয়ে নষ্ট করা হয়।
এদিকে, জাকির নামে এক কসাইদারের লাইসেন্সে সবুর, খালেকসহ আরও সাত ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করে মাংস বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ বিষয়টিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তাদেরকে লাইসেন্সের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে লাইসেন্স ও মূল্য তালিকা না টানালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে সর্তক করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version