জুলাই ২৯, ২০১৮
নিজেকে কখনও সেরা ভাবা যাবে না
খুব ছোটবেলা থেকেই আরিফিনকে বাংলা বিষয়ে অক্ষর জ্ঞান দেন তার বাবা নিজেই। ঈশ^র চন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথমভাগ ও বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ বই দুটি দিয়ে দিয়ে বাবা একটু একটু করে বাংলা পড়ান, আর সে খুব তাড়াতাড়ি সেটা রপ্ত করে নেয়। সেই থেকেই বাংলার প্রতি সৃষ্টি হয় তার গভীর অনুরাগ যা তাকে বসিয়েছে আজ শ্রেষ্ঠত্বের আসনে। হয়েছে দ্বিতীয় সেরা বাংলাবিদ। তাকে নিয়ে লিখেছেন বাহলুল করিম ও নুরুল হুদা- সিরাজুল আরিফিন। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে বাবা-মার কোল আলোকিত করে পৃথিবীতে আসে সে। তাদের পৈত্রিক নিবাস কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের চুনাখালী গ্রামে হলেও বাবার চাকুরীর সুবাদে তখন তাদের পরিবার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসেই থাকতেন। 8,575,415 total views, 3,185 views today |
|
|
|